Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্থাপিত হয়েছে ৪১৭৬ শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তারমধ্যে বিরামপুর উপজেলাতে স্থাপিত হয়েছে ৪ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব। নিম্নক্তো স্কুল, কলেজ ও মাদ্রাসায় ল্যবগুলো স্থাপিতঃ
 

ক্রমিক নং

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

SRDL কোড

প্রতিষ্ঠান প্রধানের নাম

মোবাইল নম্বর

অর্থবছর

০১

বিরামপুর চাঁদপুর ফাযিল মাদ্রাসা

৩৯২৫০

আ ছ ম হুমায়ুন কবীর

০১৭০৪২৪৮৪৯১

২০১৭-১৮

০২

মকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসা

 ৩৯২৪০

মোঃ আব্দুল কুদ্দুস ০১৭৩৪৫৯৫০২৫

২০১৭-১৮

০৩

কলেজিয়েট স্কুল বিরামপুর

১৬৩১০

মোঃ শফিকুল ইসলাম

০১৭১৬৭৩২৮২৯

২০১৫-১৬

০৪

বিরামপুর সরকারি কলেজ

১৬৩০০

মোঃ ফরহাদ হোসেন

০১৭৩০৯৯০৬৯০

২০১৫-১৬

           

 

২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে ৬৪ টি জেলায় স্থাপিত হয়েছে ৬৪ টি ভাষা প্রশিক্ষণ ল্যব। এই ল্যবগুলো থেকে মোট ৯ টি ভাষার উপর (ইংরেজি, কোরিয়ান, চাইনিস, আরবি, জাপানিজ, ফ্রান্স, রাশিয়ান, স্প্যানিশ ও জার্মানি) প্রশিক্ষণ দেয়া হবে। 
৩। সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং বাস্তবায়নে নিরলসভাবে জেলা ও উপজেলায় কাজ করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগন।
৪। জেলা ও উপজেলায় সরকারি অফিসগুলতে ওয়েবপোর্টাল হালনাগাদকরনের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগন।
৫। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরো অধিক আধুনিকরণ, শক্তিশালী ও জনকল্যানমুখী করতে নিয়মিত পরিদর্শন ও পরামর্শ প্রদান করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগন।
৬। ইনফো সরকার প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগন।
৭। জেলা ও উপজেলার সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের আইসিটি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগন।